Safety First (নিরাপত্তাই প্রথম)

যেখানেই থাকেন বা যাতায়াত করেন বা বেড়াতে যান, সতর্কতার কিছু বিষয় সব সময় খেয়াল রাখতে হয়। আমরা অনেক সময় বাচ্চাদের ধমকা-ধমকি করে অনেক কিছু শেখাই। কিন্তু একটু সময় দিয়ে সুন্দর করেও খুব গুরুত্বপূর্ন বিষয়ে সতর্ক করা যায়।

এই ভিডিও ক্লিপটি দেখুন, আমি কিভাবে আমার বাচ্চাদের আগুন নিয়ে সতর্ক করলাম, তা জানতে পারবেন।

ফেসবুক পেজে এই ভিডিও ক্লিপটির উপর আলোচনায় অংশ নিতে এখানে ক্লিক্‌ করুন।


এটি একটি ফ্রি ব্লগ সাইট। এ কারণে wordpress এই পোস্টে বিজ্ঞাপন (advertisement) দেখাতে পারে। বিজ্ঞাপনে যা কিছু দেখা যাবে সেগুলির জন্য আমি (শিবলী মেহেদী) দায়ী নই।

This entry was posted in শিশু লালন পালন বিষয়ক. Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান